প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬:২৮ পিএম (ভিজিটর : )
টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বরাবরই হতাশাজনক। ওয়ানডে ফরম্যাটের পারফরম্যান্স ছিল গর্ব করার মতো। কিন্তু সেখানেও ভাটা পড়েছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর দল সবগুলো ম্যাচ হেরেছে। শূন্যহাতে আরও একটি আইসিসি ট্রফি খেলে ফেরত এসেছে তারা। পারফরম্যান্স হতশ্রী হলে কী হবে? আর্থিক বিষয়ে কোনও কিছুতেই কমতি নেই ক্রিকেটারদের। বেতনের সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হচ্ছে ক্রিকেটারদের।
ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হচ্ছে তিন ফরম্যাটে। তবে সবচেয়ে বেশি বাড়ছে টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি। বিসিবির সূত্র মতে টেস্টে ম্যাচ ফি বেড়েছে ৩৩ শতাংশেরও বেশি। আগে যা ছিল ৬ লাখ টাকা, এখন সেটি বেড়ে ৮ লাখ টাকা হচ্ছে!
ওয়ানডে ফরম্যাটেও ৩৩ শতাংশের মতো ম্যাচ ফি বাড়ানো হয়েছে। আগে একেকটি ওয়ানডে ম্যাচ খেলে ক্রিকেটাররা পেতেন ৩ লাখ টাকা। এখন একেকটি ওয়ানডে ম্যাচ খেলার বিনিময়ে নাজমুলরা পাবেন ৪ লাখ টাকা। এছাড়া টি-টোয়েন্টিতে ম্যাচ ফি বাড়ানো হয়েছে ২৫ শতাংশ। আগে যা ছিল ২ লাখ টাকা, এখন তা বেড়ে হয়েছে আড়াই লাখ।
ম্যাচ ফি বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকেট অফিস থেকে বেশ কিছুদিন আগেই এই বছরের জন্য ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি জানানো হয়েছিল। ইতোমধ্যে বেতন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব মিলিয়ে ৫টি ক্যাটাগরিতে ২১ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ। তার বেতন ধরা হয়েছে ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটার মাসিক ৮ লাখ টাকা করে বেতন পাবেন। বাকি তিনটি ক্যাটাগরিতে যথাক্রমে ৬ লাখ, ৪ লাখ ও ২ লাখ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ বিসিবির তৈরি করা কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকলেও অভিজ্ঞ এই ক্রিকেটার নিজেই তালিকা থেকে নাম বাদ দিতে বিসিবির কাছে অনুরোধ করেছেন।