বাংলাদেশের পুলিশ ভাইয়েরা, আপনারা ভুলে গেলেন আপনার ভাইয়ের উলঙ্গ লাশের দৃশ্য? যেটি আবার ব্রিজে ঝুলিয়ে রেখেছিল পাকিস্তানি হিংস্র রাজাকারের শাবকেরা । পুলিশ আপনি ভুলে গেলেন আপনার অন্তঃসত্ত্বা বোনসহ থানার অন্য ভাইদের কিভাবে ওরা জীবন্ত আগুনে জ্বালিয়ে দিয়েছিল? পুলিশ আপনি ভুলে গেলেন ২০২৪ সালের জুলাই আগস্ট এর গন্ডগোলে হাজার হাজার পুলিশ পরিবার অসহায় অবস্থায় রয়েছে, কেউ স্বামীহারা, কেউ বোন হারা, কেউ মামা হারা, কেউ চাচা হারা, কেউ আদরের স্নেহের বোন হারা, কেউ প্রিয় স্ত্রী হারা, কেউ চাচা হারা, স্বজন হারার বেদনা ! আর্তনাদ পুলিশ আপনি ভুলে গেলেন? হ্যাঁ, আমি শুনেছি আমার পুলিশ মামা আমার মা কালার কাছে মটো ফোনে মাধ্যমে অসহায়ত্বের আর্তনাদ চিৎকার নির্মম যন্ত্রণার করুন কণ্ঠের বাঁচার চিৎকার ! ১৯৭১ - এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের সাহসী ভূমিকা এই পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে প্রথম অস্ত্র হাতে যুদ্ধ করেছিল পাক বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমিক পুলিশ বাহিনী। পুলিশ আপনি ভুলে গেলেন? বাংলার জনগণ বুঝে গেছে জুলাই আগস্ট এর গন্ডগোল ছিল গুজব এবং রাজনৈতিক স্বার্থ সম্পর্কিত ষড়যন্ত্র দীর্ঘদিনের পরিকল্পনা। যে ষড়যন্ত্রের কাঁধে পড়েছে আমাদের স্বাধীন প্রিয় সোনার বাংলাদেশ। আজকে প্রিয় জন্মভূমি বাংলাদেশ হুমকির মুখে মহাসংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। মিথ্যা ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত ভুল বুঝিয়ে গত সরকারের নেতৃত্বে সাজানো গোছানো অপরূপ সৌন্দর্যের উন্নত সমৃদ্ধশালী স্বাধীন সোনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ ধ্বংসে পরিণত করেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি।
লেখক : নয়ন বিশ্বাস রকি,
সাবেক ছাত্র নেতা।