বাংলা উর্দু English
 শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
বাংলা উর্দু English
শুক্রবার, ২ মে ২০২৫
শিরোনাম: সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান      চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ      স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত      আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি      নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা      আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়      বালু তোলায় হুমকিতে ৫০ কোটি টাকার সেতু      
বাংলাদেশ
গাজীপুরে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩৭ পিএম  (ভিজিটর : )
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মুখে এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড নামে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৩০ এপ্রিল) থেকে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারা অনুযায়ী কোনাবাড়ী এলাকায় অবস্থিত কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিকরা জানান, বুধবার (৩০ এপ্রিল) সকালে কারখানার গেটে গিয়ে তারা বন্ধের নোটিশ দেখতে পান। হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করায় তাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


মামুন নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) স্বাক্ষরিত বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় গার্মেন্টস ডিভিশনের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ এবং উচ্ছৃঙ্খল আচরণ করে। কারখানা কর্তৃপক্ষ কাজ করার জন্য অনুরোধ করলেও ওই শ্রমিকরা কাজ না করে কারখানার অভ্যন্তরে বেআইনি ধর্মঘট করে ভয়ভীতি প্রদর্শনসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এতে কারখানা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে কারখানা কর্তৃপক্ষ বুধবার (৩০ এপ্রিল) থেকে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস ডিভিশনের সব সেকশন বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নোটিশের মাধ্যমে কারখানার গার্মেন্টস ডিভিশনের সেকশনগুলো খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।

অপরদিকে, এম এম নিটওয়্যার লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) স্বাক্ষরিত বন্ধের নোটিশে উল্লেখ করেন, মঙ্গলবার সকাল ৮টায় কারখানার গার্মেন্টস, স্ক্রিন প্রিন্টিং এবং এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে কাজের প্রতি অবাধ্যতা প্রকাশ করে এবং কাজ বন্ধসহ উচ্ছৃঙ্খল আচরণ করে। কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিকদের কাজ করার জন্য অনুরোধ করলেও তারা কাজ না করে কারখানার অভ্যন্তরে বেআইনি ধর্মঘট করে ভয়ভীতি প্রদর্শনসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এতে কারখানা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাধ্য হয়ে কারখানা কর্তৃপক্ষ বুধবার থেকে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের সব সেকশন বন্ধ ঘোষণা করে নোটিশ দেয়। পরবর্তী সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নোটিশের মাধ্যমে কারখানার ওইসব সেকশনগুলো খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ী এলাকায় এম এম গ্রুপের তিনটি কারখানা রয়েছে। সম্প্রতি কিছু শ্রমিকের অশোভন আচরণের অভিযোগে মালিকপক্ষ তিনটি কারখানা থেকে প্রায় ৩০০ শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা পরিশোধ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে মারধরের গুজব ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ওই গুজবকে ইস্যু করে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানার ভেতরে বেআইনি ধর্মঘট করে ভয়ভীতি প্রদর্শনসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। এদিন রাত ১০টার দিকে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ছাঁটাই করা তাদের কয়েকজন সহকর্মীকে মালিকপক্ষের লোকজন মারধর করায় তারা কাজ বন্ধ করে প্রতিবাদ জানান। ভয়ভীতি প্রদর্শন বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেননি।

এ বিষয়ে এমএম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘শ্রমিকদের অশোভন আচরণের কারণে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাইকৃত শ্রমিককে মারধরের অভিযোগ ভিত্তিহীন।’

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করে থাকেন। শ্রমিকদের মধ্যে অসৌজন্যমূলক আচরণ দেখা দেওয়ায় কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কোনোরকম অস্থিতিশীল পরিবেশ এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।’
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু
গাজা যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজের সূচি প্রকাশ

সর্বাধিক পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রীর অবৈধ আদেশ
মাদ্রাসা ছাত্রকে আয়রন দ্বারা অমানবিক নির্যাতন
বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
পুলিশ কি ভুলে গেল?
ডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি-বাসদের নেতাদের

বাংলাদেশ- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝