প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:১৪ এএম (ভিজিটর : )
ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। রবিবার আর্সেনালের বিপক্ষে লিড নিয়ে নিশ্চয় স্বস্তির জয়ের স্বপ্ন দেখছিল রুবেন আমোরিমের দল। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে শেষ দিকে গোল হজম করে তারা। ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে, যা হতাশ করেছে দুই দলকেই।
হার এড়ালেও এই ড্রয়ে শিরোপার মিশনে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে তারা ১৫ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে। আর ৩৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ ১৪তম।
প্রথমার্ধে আর্সেনাল বল দখলে আধিপত্য ধরে রেখেছিল। দুই দলই কিছু সুযোগ তৈরি করেছিল। শেষ পর্যন্ত ব্রুনো ফের্নান্দেস গোলমুখ খোলেন। হাফটাইমের কয়েক সেকেন্ড আগে চমৎকার ফ্রি কিকে জাল কাঁপান তিনি। তার ভাসানো বল গানারদের রক্ষণদেয়ালের ওপর দিয়ে লক্ষ্যে ছোটে, কিপার ডেভিড রায়া হাত বাড়িয়েও বাধা হতে পারেননি।
দ্বিতীয়ার্ধে দুই দলই সহজ কিছু সুযোগ নষ্ট করে। ৭৪তম মিনিটে সমতা ফেরানো গোল পায় আর্সেনাল। জুরিয়েন টিম্বারের পাসে বল ধরে বক্সের প্রান্ত থেকে ম্যানইউ কিপার আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন ডেকলান রাইস।
রায়া ও ওনানা দুজনেই পাঁচটি করে সেভে ব্যবধান বাড়তে দেননি। বিশেষ করে সমতা ফেরানোর পর রায়ার বীরত্বে গোল হজম না করে হার এড়ায় গানাররা।
এনিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে ১-১ গোলে ড্র করলো ম্যানইউ। আর লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকলো গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভিকে সাত গোল দেওয়া আর্সেনাল। ইংলিশ ফুটবলে এনিয়ে শেষ তিন ম্যাচে তারা একটি হেরেছে, ড্র করলো দুটি।