প্রায় এক যুগ আগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় তেজগাঁও থানা-পুলিশ ওয়ারেন্ট নিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিসি তালেবুর রহআন জানান, বৃহস্পতিবার (৮ মে) ডিএমপির তেজগাঁও থানার একটি দল এসআই আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য তেজগাঁও থানার শাহিনবাগ এলাকায় যান। এক পর্যায়ে সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান পলিশ সদস্যরা। ওই দলের সদস্যরা সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদান করেছে। এ জন্য তাদের কেউ জানতেন না, ওটা এক যুগ আগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা। সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডিএমপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।
সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। সেদিন তার সঙ্গে ছিলেন আরও পাঁচ জন। নিখোঁজের কিছুক্ষণ পরেই খবর পায় পরিবার। এর পর থেকে আশপাশের থানা, ডিবি অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হন তারা। কিন্তু এখন পর্যন্ত সুমনের সন্ধান দিতে পারেননি কেউ।