প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:১০ এএম (ভিজিটর : )
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামির সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৫ মে) সন্ধ্যায় পার্টির যুগ্ম-সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
এতে বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তিনি এদেশের বরেণ্য আইনজীবী ছিলেন। আইন অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান ছিল অসামান্য।
রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতেন। বরেণ্য এই আইনজীবী পেশাগত ও রাজনৈতিক কারণে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং রাষ্ট্রযন্ত্রের হয়রানির শিকার হয়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন তিনি।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এনসিপি।