বাংলা উর্দু English
 শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
বাংলা উর্দু English
শুক্রবার, ৯ মে ২০২৫
শিরোনাম: ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া      ঋণপ্রবাহ ২১ বছরের মধ্যে সর্বনিম্ন, দেশীয় বিনিয়োগে ভাটার টান      সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান      চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ      স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত      আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি      নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা      
রাজনীতি
যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬:৩১ পিএম  (ভিজিটর : )
যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বরকত উল্লাহ বুলু বলেন, বৈষম্যবিরোধী যারা দল গঠন করলেন, তারা হঠাৎ করে বক্তব্য দিয়ে উঠলেন— তারা সাত চল্লিশের পূর্ব অবস্থায় ফিরে যেতে চান। তারা একাত্তর মানেন না। যারা একাত্তর মানে, যারা মহান মুক্তিযুদ্ধ মানে না, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও মানে না। একাত্তর হলো আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ। একাত্তর হলো ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। অতএব, একাত্তর যারা মানে না, আমি মনে করি, তাদের এদেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনও অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা নেই।


তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে দেশের মানুষ ভেবেছিল, শিগগিরই একটি নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, একটি সরকার হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি ২৫০টি আসনও পাই, তারপরও বিএনপি এককভাবে কোনও সরকার গঠন করবে না। আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন, সেখান থেকে যদি এই দেশকে উদ্ধার করতে হয়, সংস্কার করতে হয়, মেরামত করতে হয়, তাহলে জাতীয় সরকার ছাড়া কোনও উপায় নেই।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয়তাবাদী রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলে বাংলাদেশ রক্ষা পাবে, দেশের স্বাধীনতা রক্ষা পাবে। এই রাজনীতিকে ধারণ করতে হলে, যারা এই রাজনীতির রূপ প্রকল্পের প্রবক্তা, তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে।

তিনি আরও বলেন, যাদু ভাইকে অবহেলা করা মানে, গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা। গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা। কারণ, তিনি আজন্ম মানুষের অধিকার নিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করেছেন। বিএনপি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যাদু ভাইদের রাজনীতি আমাদেরকে ধারণ করতে হবে। ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পারবো। বিদেশি শক্তির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে পারবো।

ভাসানী স্মৃতি সংসদ ও মশিয়ূর রহমান যাদু মিয়া মৃত্যুবার্ষিকী উদযাপান কমিটির সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ন্যান্সী রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম প্রমুখ।

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫
রোহিতের অবসরে টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল
তাণ্ডব’-এ ‘সোয়াট’ প্রধানের চরিত্রে আফজাল হোসেন
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এলাকা থেকে পালাচ্ছেন স্থানীয়রা

সর্বাধিক পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রীর অবৈধ আদেশ
মাদ্রাসা ছাত্রকে আয়রন দ্বারা অমানবিক নির্যাতন
পুলিশ কি ভুলে গেল?
সচিবালয়ের সবাই শিক্ষিত, তবু কেন তাদের হাত ধরে এত দুর্নীতি হয়: শিবির সভাপতি
কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮

রাজনীতি- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝