শীতের সকালে রংপুরের সড়কে ঝরলো পাঁচ প্রাণ। শুক্রবার (৩১ জানুয়ারি) পৃথক দুই দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
জানা গেছে, রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় নাইট কোচের চাপায় মাহেন্দ্র গাড়ির ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে রংপুর থেকে মাহেন্দ্র গাড়িতে করে কয়েকজন যাত্রী কুড়িগ্রামের উলিপুরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নাইট কোচ দ্রুত বেগে এসে মাহেন্দ্রকে চাপা দিলে ওই গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এরা হলেন- রংপুরের কাউনিয়ার শাহিন আলম ও কুড়িগ্রাম জেলার উলিপুরের রমজান আলী। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন।
অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা বাজারে যাত্রী তুলতে থামে একটি বাস। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে চাপা দেয়। এতে বাসে ওঠার অপেক্ষায় থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন। দুই বাসকেই আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, দুই বাসকে আটক করা হলেও ড্রাইভার-হেলপাররা পালিয়ে গেছে।