বাংলা উর্দু English
 শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
বাংলা উর্দু English
শনিবার, ৩ মে ২০২৫
শিরোনাম: সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান      চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ      স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত      আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি      নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা      আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়      বালু তোলায় হুমকিতে ৫০ কোটি টাকার সেতু      
রাজধানী
ফাঁকা ঢাকার সড়ক অটোরিকশার দখলে
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ পিএম  (ভিজিটর : )
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে এখন গ্রামে অবস্থান
 করছেন কয়েক লাখ মানুষ। ঈদের আগের দিন থেকেই রাজধানীর বেশিরভাগ সড়কই ফাঁকা। প্রধান সড়কগুলোতে বাস চলাচল করছে হাতে গোনা। নেই চিরচেনা যানজট। অলস সময় কাটছে ট্রাফিক পুলিশের। ফাঁকা সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।

ঈদের তৃতীয় দিন বুধবার (২ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, শান্তিনগর, কাকরাইল, পল্টন, বাবুবাজার, মালিবাগ, শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণি, রামপুরা, বাড্ডা, কুড়িল, নিউমার্কেট ও ধানমন্ডিসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।


এদিন রাজধানীর প্রায় সব সড়কেই যানবাহনের চাপ কম। কিছু বাস চললেও রয়েছে যাত্রী সংকট। নেই চিরচেনা যানজট। ঢাকার স্থায়ী বাসিন্দা ও জরুরি কাজে যারা ঢাকায় রয়ে গেছেন, তাদের অনেকেই পরিবার নিয়ে ঘুরতে বের হচ্ছেন। স্বল্প দূরত্বের কোথাও যেতে তারাও বেছে নিচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা।


অন্যদিকে প্রধান সড়কে কিছু বাস চললেও যাত্রী সংখ্যা একেবারেই কম। বেশিরভাগ সিট থাকছে ফাঁকা। তাই যাত্রীর অপেক্ষায় স্টপিজে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে থেকে ভিক্টর পরিবহনের একাধিক যাত্রী জানান, অন্য সময় এই যানজটের কারণে এয়ারপোর্ট যেতে দুই ঘণ্টারও বেশি সময় লেগে যেতো। অথচ ঈদের ছুটিতে ৩০ মিনিটের মধ্যেই পৌঁছা যাচ্ছে।

যাত্রাবাড়ী থেকে শেওড়াপাড়া হয়ে মিরপুরগামী শিকড় পরিবহনের বাস চালক সোহেল জানান, ঈদে সবসময় যাত্রী কম থাকে। তারপরও কিছুটা বাড়তি উপার্জনের জন্য গাড়ি নিয়ে নেমেছেন। তবে যাত্রী অনেক কম। প্রায় সিট ফাঁকা থাকে। তিনি বলেন, ‘চাপ কম থাকায় কম সময়ে গন্তব্যে পৌঁছা যায়।’

অবশ্য কোনও কোনও ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। আগে যানজটের কারণে রাস্তায় বিলম্ব হতো। আর এখন যাত্রী সংকটের কারণে স্টপিজে দেরি হচ্ছে বলে জানান যাত্রীরা। যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুরগামী ট্রান্স সিলভা বাসে করে সাইন্সল্যাবে মোড়ে নেমে এক যাত্রী জানান, ঈদের আগে যানজটের কারণে দেরি হতো। আর এখন দেরি হচ্ছে যাত্রী সংকটের কারণে।

এ নিয়ে প্রায় সময় যাত্রীদের সাথে বচসা হচ্ছে পরিবহন শ্রমিকদের। আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের চালক আবদুল মমিন বলেন, ‘সোবহানবাগ থেকে এক যাত্রী তার পরিবার নিয়ে নেমে যাচ্ছিলেন একটু থামিয়ে রাখার জন্য। কারণ তখন আমার বাসে কমপক্ষে ২০টি সিট খালি। এত কম যাত্রী নিয়ে গেলে তো তেলের টাকাও উঠবে না। তাই বুঝিয়ে বলায় তিনি আবার বসেছেন।’

অবশ্য বাস কম থাকলেও পুরো নগরী দাপিয়ে বেড়াচ্ছে রিকশা ও ব্যাটরিচালিত অটোরিকশা। পরিবারসহ মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুল হান্নান। তিনি জানান, রাস্তা ফাঁকা হওয়ায় দ্রুত যাওয়া যাবে, এই ভেবে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েছেন। তাছাড়াও সিট বড় হওয়ায় একসঙ্গে তিন জন অনায়াসেই যাওয়া যায়। তাই সড়কে অটোরিকশার আধিক্য বেশি।

অপরদিকে যানজট কম হওয়ায় অধিকাংশ সিগন্যালে নেই ট্রাফিক পুলিশ। কোনও কোনও জায়গায় দুই একজন ট্রাফিক থাকলেও সময় কাটাচ্ছেন গল্পগুজব করে। গুলিস্তানের জিপিও মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন আবদুল আহাদ। তিনি জানান, অন্য সময় এখানে কমপক্ষে তিন জন দায়িত্ব পালন করতে গিয়েও হিমশিম খেতে হতো। আর ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা হওয়ায় একজনই দায়িত্বে আছেন।

অবশ্য বাস কম থাকলেও সড়কে ব্যটারিচালিত অটোরিকশা বেশি চলাচল করায় কিছুটা সতর্ক থাকতে হচ্ছে বলেও জানান পুলিশের এই সদস্য। তিনি বলেন, ‘ফাঁকা রাস্তা থাকলে বেপরোয়া গতির কারণে এসব যানবাহন অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ার শঙ্কা থাকে।'

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু
গাজা যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজের সূচি প্রকাশ

সর্বাধিক পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রীর অবৈধ আদেশ
মাদ্রাসা ছাত্রকে আয়রন দ্বারা অমানবিক নির্যাতন
বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
পুলিশ কি ভুলে গেল?
ডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি-বাসদের নেতাদের

রাজধানী- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝