নাকের আশেপাশের ত্বকে বিরক্তিকর ব্ল্যাকহেডস দেখা দেয়। কারণ এই অংশে তেল জমে বেশি। মুখের ত্বকের যে সব অংশ থেকে তেল নিঃসরণ হয়, সেই সব জায়গায় ত্বকের রন্ধ্রপথে তেল জমে, মৃত কোষ জমে মুখ বন্ধ হয়ে গেলে তৈরি হয় ব্ল্যাকহেডস। মূলত নাকে, নাকের দু’ পাশে এবং থুতনিতেই এগুলো দেখা যায় বেশি। ঘরোয়া উপায়ে এগুলো কীভাবে দূর করবেন জেনে নিন।
দুই চা চামচ লবণ ও ১ চা চামচ টুথপেস্ট একসঙ্গে মেশান। মিশ্রণটি পুরু করে লাগান যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে। কয়েক মিনিট ম্যাসাজ করুন ধীরে ধীরে। মিশ্রণটি ৫ মিনিট রেখে দিন ত্বকে। হালকা গরম পানি ও মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বল। স্ক্রাবারটি বন্ধ হয়ে যাওয়া লোমকূপের গভীর থেকে দূর করবে ময়লা ও দূর করবে ব্ল্যাকহেডস।বেকিং সোডার সঙ্গে সামান্য লেবু মিশিয়ে তাতে কয়েক চামচ কাঁচা দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখের যে সমস্ত জায়গায় ব্ল্যাকহেডসের সমস্যা রয়েছে সেখানে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। কিছুটা শুকিয়ে এলে আঙুল দিয়ে ঘষে ঘষে ম্যাসাজ করুন। এতে যেমন ত্বক মৃতকোষ মুক্ত হবে, তেমনি ত্বকের রন্ধ্রপথও পরিষ্কার হবে।গুঁড়া চিনি, সাদা টুথপেস্ট, লেবুর রস ও মধু মিশিয়ে নাকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। হালকা করে বরফ ঘষে নিন ত্বকে। সপ্তাহে একবার অথবা দুইবার এটি ব্যবহার করুন। ধীরে ধীরে কমতে থাকবে ব্ল্যাকহেডস। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্কটি খুবই কার্যকর। সমপরিমাণ ব্রাউন সুগার এবং মধু একসঙ্গে মিশিয়ে তৈরি করুন স্ক্রাব। মুখে লাগিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। ঠোঁটে বা চোখের চারপাশে লাগাবেন না। পাঁচ মিনিট পরে ভালো করে ঘষে তুলে ফেলুন।