এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে নেয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে আসতে পারেন পরিকল্পনা কমিশনের সদস্য ও অ্যাডমিনিস্ট্রেট সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া বিসিএস ১১ ব্যাচের কর্মকর্তা শামসুল আলমকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হতে পারে। তবে চলতি দায়িত্বে থাকা একই ব্যাচের কর্মকর্তা নজরুল ইসলামকে এ পদে নিয়োগ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এছাড়া একই ব্যাচের ফরিদ উদ্দিনকেও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের সচিব করা হতে পারে।