প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২:৪৩ পিএম (ভিজিটর : )
ভারতীয় সর্বগ্রাসী আগ্রাসনের প্রতিবাদে ‘ঢাকা টু আখাউড়া’ লংমার্চের (আগরতলা অভিমুখে) সমর্থনে কিশোরগঞ্জের ভৈররে পথসভা কর্মসূচি পালন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দূর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন-যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মেনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।