প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২:৩৫ পিএম (ভিজিটর : )
চাকরিতে আবেদনের বয়সসীমা জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশে পুরুষের ৩৫ এবং নারী বয়সসীমা ৩৭ বাস্তবায়ন এবং ক্ষেত্রবিশেষে গবেষণা, শিক্ষা, চিকিৎসা, আইসিটি, জুডিশিয়ারি) উন্মুক্তের দাবি শিক্ষার্থী সমাবেশ করছে ৩৫ প্রত্যাশীরা।
বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঐ সমাবেশ বেলা সাড়ে ১২টার দিকে শুরু হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত সমাবেশ চলছে।
শিক্ষার্থী সমাবেশ অংশ নেয়া ৩৫ প্রত্যাশীরা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমরা সরকারি চাকরিতে ৩৫ দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি না মেনে ৩৫ না করে উলটো ৩২ করা হয়েছে। এই বয়সসীমা ৩২ তো অনেক আগেই ছিল। বিশ্বের বিভিন্ন দেশে ৪০ থেকে ৪৫ বছর পর্যন্ত সুযোগ রয়েছে সরকারি চাকরিতে প্রবেশের। পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশে চাকরির বয়সসীমা ৩০ নেই।
৩৫ প্রত্যাশীরা বলেন, বেশ কিছুদিন আগে আমাদের দাবির মুখে আবদুল মুয়ীদ চৌধুরীর সুপারিশ কমিশন গঠন করা হয়। সেখানে পুরুষের ৩৫ এবং নারীর ৩৭ বয়সসীমা সুপারিশ করা হয়। কিন্তু সেই সুপারিশ না আমলে বয়সসীমা ৩২ করা হয়েছে। জানি না, কাদের পরামর্শে বয়সসীমা ৩২ করা হলো! আমরা চাই, অবিলম্বে যেন চাকরিতে বয়সসীমা ৩৫ করা হয়।
এ সময় ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক-দুই-তিন-চার, পঁয়ত্রিশ আমার অধিকার‘ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবির মুখে গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এ কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনেরও প্রধান।
গত ১৪ অক্টোবর সচিবালয়ে আবদুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন। তবে চূড়ান্ত বিচারে চাকরিতে প্রবেশের বয়স কত হবে তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর। গত ২৪ অক্টোবর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। ঐদিনই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা।