প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:২২ পিএম (ভিজিটর : )
ফটো- সংগৃহীত
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এই অর্জনকে তারা গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছে। ফাইনালের পর এই ঘোষণা দেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান।
অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। লক্ষ্য তাড়ায় খেই হারিয়ে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।
ম্যাচ শেষে নুরুল হাসান সোহান বলেন, আমাদের দেশে জুলাই-আগস্টে অনেক নিরীহ মানুষ মারা গেছেন। এই জয় আমি তাদেরকে উৎসর্গ করতে চাই।
গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশই নেয়ার কথা ছিল না রংপুরের। বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা।
তবে বরিশাল স্বদিচ্ছা না দেখানোয় রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে। আর সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রংপুর। বিশ্বের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পাঁচ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে নিয়েছে দলটি।