প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:১০ পিএম (ভিজিটর : )
ফটো- গেটি ইমেজ
২০০৭-০৮ মৌসুমের পর নিউজিল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। তবে ওয়েলিংটন টেস্টে আধিপত্যের একদিন পার করে সেই খরা ভাঙার অপেখায় সফরকারীরা। গাস অ্যাটকিনসনের হ্যাটট্রিক, প্রথম শ্রেণির ক্রিকেটে জ্যাকব বেথেলের সর্বোচ্চ ইনিংস ও জো রুটের লাল বলের ক্রিকেটে শততম ফিফটিতে তিন দিন বাকি থাকতেই কিউইদের চতুর্থ ইনিংসে রেকর্ড জয়ের তাড়ার সামনে দাঁড়িয়েছে।
ইংলিশদের ২৮৬ রানের জবাবে স্বাগতিকরা মাত্র ১২৫ রানে হয়েছে অলআউট। ১৫৫ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা দ্বিতীয় দিন শেষে তুলেছে ৫ উইকেটে ৩৭৮ রান। বর্তমানে তারা ৫৩৩ রানের বিশাল ব্যবধানের লিডে রয়েছে।
দলীয় ৯ রানে ওপেনার জ্যাক ক্রাউলিকে হারালেও দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের জুটি গড়েন বেন ডাকেট ও জ্যাকব বেথেল। দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউই অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি।
বেথেল ১১৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৬ রান করে টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। এরপর সাউদির ডেলিভারিতে বোল্ড হওয়া ডাকেট ১১২ বলে ৬ চার ও এক ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেন।
জো রুট ও আগের ইনিংসে সেঞ্চুরি পাওয়া হ্যারি ব্রুক চতুর্থ উইকেটে ৯৫ রান যোগ করেন। ব্রুক ৬১ বলে ৫ চারে গ্লেন ফিলিপসের শিকার হয়ে ফেরেন। ওলি পোপ ১০ রানের বেশি করতে পারেননি।
অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডের জন্য দারুণ দিনটি রঙিন করেন রুট। ইংলিশদের রান মেশিন ১০৬ বলে ৬ চারে ৭৩ রানে অপরাজিত আছেন। আগ্রাসী ব্যাটিংয়ে স্টোকস ২৬ বলে এক চার ও ২ ছক্কায় তুলেছেন ৩৫ রান। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ম্যাট হেনরি ও টিম সাউদি দুটি করে উইকেট পান। ফিলিপস নেন একটি উইকেট।
এর আগে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা আরম্ভ করা ব্ল্যাক ক্যাপসরা দলীয় সংগ্রহকে তেমন বাড়াতে পারেনি। টম ব্লান্ডেল (১৬) এবং নাইটওয়াচম্যান উইল ও’রুর্কিকে (০) সাজঘরে ফেরান ব্রাইডন কার্স। এরপর অ্যাটকিনসন ইনিংসের ৩৫তম ওভারের তৃতীয়, চতু্র্থ ও পঞ্চম বলে পরপর ন্যাথন স্মিথ, ম্যাট হেরনি ও টিম সাউদিকে সাজঘরে ফেরান।
স্মিথকে বোল্ড করেন অ্যাটকিনসন। এরপর বেন ডাকেটের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা হেনরি। টিম সাউদিকে এলবিডব্লিউর ফাঁদে জড়িয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বর্ষী ইংলিশ পেসার।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এটি ৪৭তম হ্যাটট্রিক। ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক পাওয়া ১৫তম বোলার অ্যাটকিনসন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মইন আলী সর্বশেষ এই কীর্তি গড়েন।
নিউজিল্যান্ডে মাটিতে এটি মাত্র তৃতীয় হ্যাটট্রিক এবং এমন কৃতিত্ব দেখানো সবাই ইংলিশ বোলার। ১৯৩০ সালে ক্রাইসটচার্চে হ্যাটট্রিক করেছিলেন মরিস অ্যালম ও ২০০৮ সালে হ্যামিল্টনে বাঁহাতি পেসার রায়ান সাইডবটম।