বাংলা উর্দু English
 শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
বাংলা উর্দু English
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ছুটির দিনের দুপুরে বায়ুদূষণের শীর্ষে ঢাকা      খেজুরের রস খেতে বের হয়ে সড়কে ঝরলো তিন বন্ধুর প্রাণ      গাজায় যু্দ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি হয়েছে, নিশ্চিত করলো ইসরায়েল      অনুমোদনহীন-নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযানে নামছে সিডিএ      ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ      ৮৩৪ শহীদের তালিকার গেজেট প্রকাশ      বাড়লো স্বর্ণের দাম       
খেলাধুলা
ইংল্যান্ডের আধিপত্যের দিনে দিশেহারা নিউজিল্যান্ড
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:১০ পিএম  (ভিজিটর : )
ফটো- গেটি ইমেজ

২০০৭-০৮ মৌসুমের পর নিউজিল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। তবে ওয়েলিংটন টেস্টে আধিপত্যের একদিন পার করে সেই খরা ভাঙার অপেখায় সফরকারীরা। গাস অ্যাটকিনসনের হ্যাটট্রিক, প্রথম শ্রেণির ক্রিকেটে জ্যাকব বেথেলের সর্বোচ্চ ইনিংস ও জো রুটের লাল বলের ক্রিকেটে শততম ফিফটিতে তিন দিন বাকি থাকতেই কিউইদের চতুর্থ ইনিংসে রেকর্ড জয়ের তাড়ার সামনে দাঁড়িয়েছে।
ইংলিশদের ২৮৬ রানের জবাবে স্বাগতিকরা মাত্র ১২৫ রানে হয়েছে অলআউট। ১৫৫ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা দ্বিতীয় দিন শেষে তুলেছে ৫ উইকেটে ৩৭৮ রান। বর্তমানে তারা ৫৩৩ রানের বিশাল ব্যবধানের লিডে রয়েছে।

দলীয় ৯ রানে ওপেনার জ্যাক ক্রাউলিকে হারালেও দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের জুটি গড়েন বেন ডাকেট ও জ্যাকব বেথেল। দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউই অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি। 

বেথেল ১১৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৬ রান করে টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। এরপর সাউদির ডেলিভারিতে বোল্ড হওয়া ডাকেট ১১২ বলে ৬ চার ও এক ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেন।

জো রুট ও আগের ইনিংসে সেঞ্চুরি পাওয়া হ্যারি ব্রুক চতুর্থ উইকেটে ৯৫ রান যোগ করেন। ব্রুক ৬১ বলে ৫ চারে গ্লেন ফিলিপসের শিকার হয়ে ফেরেন। ওলি পোপ ১০ রানের বেশি করতে পারেননি।

অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডের জন্য দারুণ দিনটি রঙিন করেন রুট। ইংলিশদের রান মেশিন ১০৬ বলে ৬ চারে ৭৩ রানে অপরাজিত আছেন। আগ্রাসী ব্যাটিংয়ে স্টোকস ২৬ বলে এক চার ও ২ ছক্কায় তুলেছেন ৩৫ রান। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ম্যাট হেনরি ও টিম সাউদি দুটি করে উইকেট পান। ফিলিপস নেন একটি উইকেট। 

এর আগে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা আরম্ভ করা ব্ল্যাক ক্যাপসরা দলীয় সংগ্রহকে তেমন বাড়াতে পারেনি। টম ব্লান্ডেল (১৬) এবং  নাইটওয়াচম্যান উইল ও’রুর্কিকে (০) সাজঘরে ফেরান ব্রাইডন কার্স। এরপর অ্যাটকিনসন ইনিংসের ৩৫তম ওভারের তৃতীয়, চতু্র্থ ও পঞ্চম বলে পরপর ন্যাথন স্মিথ, ম্যাট হেরনি ও টিম সাউদিকে সাজঘরে ফেরান।

স্মিথকে বোল্ড করেন অ্যাটকিনসন। এরপর বেন ডাকেটের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা হেনরি। টিম সাউদিকে এলবিডব্লিউর ফাঁদে জড়িয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বর্ষী ইংলিশ পেসার।

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এটি ৪৭তম হ্যাটট্রিক। ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক পাওয়া ১৫তম বোলার অ্যাটকিনসন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মইন আলী সর্বশেষ এই কীর্তি গড়েন।

নিউজিল্যান্ডে মাটিতে এটি মাত্র তৃতীয় হ্যাটট্রিক এবং এমন কৃতিত্ব দেখানো সবাই ইংলিশ বোলার। ১৯৩০ সালে ক্রাইসটচার্চে হ্যাটট্রিক করেছিলেন মরিস অ্যালম ও ২০০৮ সালে হ্যামিল্টনে বাঁহাতি পেসার রায়ান সাইডবটম।
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন কৃষক দলের সভাপতি, তদন্তে কমিটি
ব্ল্যাকহেডসের ৫ ঘরোয়া সমাধান জেনে নিন
ছুটির দিনের দুপুরে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন আতপ চাল
স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের পর বিধ্বস্ত

সর্বাধিক পঠিত

পুতিনের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সদিচ্ছাকে স্বাগত জানালো রাশিয়া
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ বাদ দিয়ে নতুন গ্রাফিতি যুক্ত হচ্ছে
স্বাধীনতার ৫৩ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি: চরমোনাই পীর
বিমানবন্দরের ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস সেই সাঈদের পরিবারকে
সময় আসলে দেখা যাবে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা: সিইসি

খেলাধুলা- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝