প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২:১৮ পিএম (ভিজিটর : )
হ্যারি ব্রুক
টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড প্রথম বল থেকেই খেলতে থাকে বাজবল ক্রিকেট। টিম সাউদির করা প্রথম ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ওপেনার জ্যাক ক্রলি। তবে ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। ওলি পোপের সঙ্গে ১৭৪ রানের জুটি গড়ার পাশাপাশি সেঞ্চুরি হাঁকান হ্যারি ব্রুক। শেষের ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৬৩ রানের ভেতর ৬ উইকেট হারিয়ে তাদের ইনিংস গুটিয়ে যায়। তবে দিনের খেলা শেষ হওয়ার আগে নিউজিল্যান্ড হারিয়েছে ৫ উইকেট!
শুক্রবার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে হয়েছে ১৫ উইকেটের পতন। ইংল্যান্ডের ২৮৬ রানের জবাবে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। সফরকারীরা এখনো ১৯৪ রানে এগিয়ে আছে। টম ব্লান্ডেল ৭ এবং নাইটওয়াচম্যান উইল ও’রুর্কিকে শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা আরম্ব করবেন।