প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ২:৫৬ পিএম (ভিজিটর : )
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন তিনি। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও আছেন।
তবে বিএনপি মহাসচিব কবে দেশে ফিরতে পারেন, তা জানা যায়নি। তাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর বাংলা ট্রিবিউনের যুক্তরাজ্য প্রতিনিধির সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘মূলত রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য মির্জা ফখরুল লন্ডনে আসছেন। যতটুকু জানি, রাহাত আরা বেগমের খুব দ্রুত চিকিৎসা দরকার।’
জানা গেছে, এ সফরে অন্তত চার-পাঁচ দিন থাকবেন মির্জা ফখরুল। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক হওয়ার কথা আছে। এছাড়া যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে মহাসচিবের সম্মানে বড় পরিসরে একটি সভার আয়োজন করা হবে বলেও জানা গেছে।