সুন্দর আগামীর সন্ধ্যানে আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে- ই আর এফ ( ERF) নির্বাচন় ২০২৪-‘২৬ ।
এক্স রোটারেক্ট ফোরাম(ERF) এর অধিকাংশ লাইফ মেম্বারদের সুবিধার্তে আর জুম্মার দিনের কথা বিবেচনা করে নির্বাচন/এজিএম এর সময় সকালের পরিবর্তে বিকেল ৪:০০ শুরু হবে।স্থান: ধানমন্ডি ক্লাব লিমিটেড,ধানমন্ডি, ঢাকা।