রোটারি আন্তর্জাতিক বাংলাদেশের যুব সংগঠন রোটারেক্ট ক্লাব এর নেতৃবৃন্দের সমন্বয়ে সংঘটিত সংগঠন ইআরএফ(ERF) অর্থাৎ "এক্স রোটারেক্টর ফোরাম" এর ২০২৪-‘২৬ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
অধিকাংশ লাইফ মেম্বারদের সুবিধার্তে আর জুম্মার দিনের কথা বিবেচনা করে এজিএম এর সময় সকালের পরিবর্তে বিকেল এ শুরু করার পরিকল্পনা করা হয়েছে।।
* ২৯শে নভেম্বর,20২৪ শুক্রবার
*বিকেল ৪:০০ টা*
*স্থান: ধানমন্ডি ক্লাব লিমিটেড (মেট্রো শপিং মল),
ধানমন্ডি, ঢাকা।
নির্বাচনের বিষয়ে ইলেকশন অপারেশন কমিশন শীঘ্রই বিস্তারিত জানাবেন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ আর সার্বিক সহযোগিতায় সফল সমাপ্তির প্রত্যাশায়।
ই,আর, ফিরোজুল আলাম
সভাপতি (২২-২৪): ই আর এফ