চট্টগ্রামে নিশান সাফারি ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আমদানির নথিপত্র না থাকায় শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সন্দেহে গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।
সোমবার (২৫ নভেম্বর) নগরের খুলশী থানার এলাকার একটি ভবনের গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। জানা গেছে, গাড়িটির মালিক মোহাম্মদ ওসমান একজন। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তথ্য অনুযায়ী, পাঁচ হাজার ৬০০ সিসির নিশান জিপ গাড়িটির গায়ে লেখা ‘নিশান পেট্রোল’। নিশান পেট্রোল হিসেবে ২০১৬ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিবন্ধন নেয়া হয়। তবে গাড়ির চেসিস নম্বর দিয়ে অনলাইনে সার্চ করা হলে দেখা যায়- গাড়িটি ‘নিশান সাফারি’ ব্র্যান্ডের। যা নিশান পেট্রোল থেকে আরো উন্নতমানের।
নজরদারি শুরু করার পর গাড়িটির নথিপত্র চেয়ে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে চিঠি দেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। বিআরটিএ থেকে লিখিতভাবে জানানো হয়- ঢাকা মেট্রো-ঘ-১৫-২৩২৪ নম্বর মোটরযানের মূল নথি খুঁজে না পাওয়ায় মোটরযানটির ছায়ালিপি এ মুহূর্তে পাঠানো সম্ভব হচ্ছে না।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, গাড়িটির আমদানির কোনো তথ্য পাওয়া যায়নি। আমদানির কোনো নথি নেই বলে নিশ্চিত করেছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এ কারণে এখানে বড় ধরনের জালিয়াতি হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। গাড়িটির আনুমানিক শুল্ক–কর ১০ কোটি টাকা।
কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকির অভিযোগে মালিকপক্ষের কাছে কারণ দর্শানো নোটিশ জারি করা হবে। নথিপত্র জমা দিয়ে সব ঠিক থাকলে গাড়িটি খালাস নিতে পারবে মালিকপক্ষ।