মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ‘কাস্টম চ্যাট লিস্ট’ ফিচার নিয়ে এসেছে। যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার। এর ফলে গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপকে চোখের সামনেই রাখা যাবে।
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার এনেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি, সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে। আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রাখা যাবে। এবার এই অপশনগুলোকে একসঙ্গে আনতেই নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন- ‘পরিবার’, ‘বন্ধুবান্ধব’, ‘কর্মক্ষেত্র’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে খোঁজাখুঁজির ঝামেলামুক্ত থাকা যাবে।
যেভাবে কাস্টম লিস্ট করবেন-
প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।
হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে একটি যোগ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে অর্গাইনজ ইওর চ্যাট বলে একটি পপআপ দেখাবে। সেখানে ক্লিক করুন।
ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।
যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে অ্যাড পিপল অর গ্রপ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দিতে পারেন।