প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১২:৩৮ পিএম (ভিজিটর : )
ছবি: রয়টার্স
তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন আগামী সপ্তাহে কানাডা সফরের পরিকল্পনা করছেন। চীনের সামরিক হুমকির বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রটির প্রতিকূলতার প্রতীক হয়ে ওঠা একজন সিনিয়র তাইওয়ান রাজনীতিকের এই সফরের বিষয়ে নজর রাখছেন অনেকেই। দুটি কূটনৈতিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংস্থাটি।
অধিকাংশ দেশের মতো তাইওয়ানের সঙ্গে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। স্বায়ত্তশাসিত এই দ্বীপটিকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন। তবে দেশটির বিরুদ্ধে চীনা সামরিক হুমকির কারণে তাইওয়ান ও কানাডার মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক বিনিময় বৃদ্ধি পেয়েছে।
মে মাসে পদত্যাগ করেছেন সাই। কানাডার নোভা স্কটিয়া পরিদর্শন করার পরিকল্পনা করছেন তিনি।
সূত্র জানিয়েছে, ২২ নভেম্বর থেকে শুরু হওয়া হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম সম্মেলনে বক্তৃতা দেওয়ার পরিকল্পনা করছেন সাই। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন তিনি।
এক প্রশ্নের জবাবে সাই এর কার্যালয় বলেছে, তার ভ্রমণ পরিকল্পনার বিশদ বিবরণ নিশ্চিত হলে, একটি উপযুক্ত সময়ে এটি ঘোষণা করবে তারা। তবে এ বিষয়ে কার্যালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হ্যালিফ্যাক্স ফোরামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা সাই এর কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। এদিকে, কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগকে মন্তব্যের অনুরোধ করে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।