বাংলা English
 শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম: বাতিল হলো বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন      কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত      পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন      ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাখ্যা করলেন বিএনপির এ্যানি ও জামায়াত নেতা      মামলা থেকে খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী      শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা      ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসির ‘কঠোর’ সিদ্ধান্ত      
প্রবাস
লেবানন থেকে সপ্তম ফ্লাইটে ফিরলেন আরও ৭০ জন
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৯:৩৮ এএম  (ভিজিটর : )
যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ৭০ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার রাত ১১ টায় এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সম্পূর্ণ সরকারি ব্যয়ে এ পর্যন্ত মোট ৩৩৮ বাংলাদেশিকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এর আগে, ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবানন থেকে ২৬৮ জনকে ফেরত আনা হয়।


এর মধ্যে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন। এর পর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০, ২৯ অক্টোবর রাতে ৩৬ এবং ৩১ অক্টোবর ৫২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।


প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা।

আইওএম এর পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।


লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে চায় তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে সব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

এক বিজ্ঞপ্তিতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টায় আরেকটি ফ্লাইটে আরও ৩২ জন দেশে ফিরবেন। এ দিন সকালে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর থেকে রওনা হবেন তারা।

মতামত লিখুন:
https://www.channelamericabangla.com/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রশাসনে আসছে বড় রদবদল, কে কোথায় যাচ্ছেন
আমাকে ‘ভাইরালকন্যা’ বলবেন না: সিঁথি
বাংলাদেশ সুপ্রীম কোর্টে নিয়োগ, প্রার্থীর ধরন নারী-পুরুষ
ডেটিং অ্যাপ থেকে বিয়ের পিড়িতে তারকা কন্যা আলিয়া
শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

সর্বাধিক পঠিত

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ
১০০ দিনে ৮৯৬ ভুয়া তথ্যের শিকার অন্তর্বর্তী সরকার
আজ বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
আশুলিয়ায় ৩ ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিজ সন্তানকে হত্যা করে থানায় গিয়ে যা বললেন বাবা

প্রবাস- এর আরো খবর

Editor: MD Lokman Hossain Raju
Address: 2540 Oxford Court(Ground Floor), Hatfield,PA 19440,USA 🇺🇸
Telephone ☎️ +1 267 222 8618,
Email: [email protected]

© 2024 Channel America Bangla
🔝