বাংলা উর্দু English
 শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
বাংলা উর্দু English
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ছুটির দিনের দুপুরে বায়ুদূষণের শীর্ষে ঢাকা      খেজুরের রস খেতে বের হয়ে সড়কে ঝরলো তিন বন্ধুর প্রাণ      গাজায় যু্দ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি হয়েছে, নিশ্চিত করলো ইসরায়েল      অনুমোদনহীন-নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযানে নামছে সিডিএ      ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ      ৮৩৪ শহীদের তালিকার গেজেট প্রকাশ      বাড়লো স্বর্ণের দাম       
প্রবাস
সৌদি যাওয়ার ৩ দিন পর যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে পারছে না পরিবার
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১০:২৬ এএম  (ভিজিটর : )
কাজের সন্ধানে সৌদি গিয়ে তিন দিনের মাথায় মো. বায়জিদ হাওলাদার (৪০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে অর্থাভাবে মরদেহ দেশে আনতে পারছে না তার পরিবার। সৌদিতে মারা যাওয়া ওই যুবক বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া নামক এলাকার মো. ইউনুস হাওলাদারের ছেলে।


বায়জিদের পাশের রুমে থাকা কবির নামের এক সৌদি প্রবাসীর মৃত্যুর বিষয়টি তার স্বজনদের কাছে নিশ্চিত করেন। বর্তমানে মরদেহটি রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রয়েছে বলে জানান তিনি। মৃত্যুর প্রায় ১০ দিন সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত বায়জিদের মরদেহ অর্থাভাবে দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করতে পারেনি পরিবারের সদস্যরা। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে বাবা ইউনুস হওলাদারের মৃত্যুর পর পরিবারের সকল দায়িত্ব পালন করেন বায়জিদ। দিনমজুরের কাজ করে শয্যাশায়ী বৃদ্ধ মাসহ স্ত্রী, সন্তান ও মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের ভরণপোষণ এবং সংসারের সব খরচ চালিয়েছেন তিনি। দিনমজুরির টাকায় খেয়ে না খেয়ে জীবন চলতে থাকায় বাড়তি আয়ের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন বায়জিদ। পরে এলাকার বিভিন্ন মানুষের থেকে ধার দেনাসহ একটি এনজিও থেকে ঋণের মাধ্যমে টাকার ব্যবস্থা করে সৌদি আরব যান। তবে সৌদি পৌঁছানোর তিন দিনের মাথায় মৃত্যুবরণ করেন তিনি। বায়জিদের হঠাৎ এমন মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ঋণের টাকা পরিশোধ তো দূরের কথা মরদেহ দেশে ফিরিয়ে আনার সক্ষমতাও নেই পরিবারের সদস্যদের।

বায়েজিদের স্ত্রী শিমু বেগম বলেন, আমার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষ ব্যক্তি। আমাদের কথা চিন্তা করেই তিনি সৌদি গিয়েছিলেন। এখন তার মরদেহ দেশে আনার যে খরচ প্রয়োজন তা আমাদের কাছে নেই। এছাড়া কাজের উদ্দেশ্যে সৌদি যেতে যে টাকা ঋণ নিয়েছেন তা কিভাবে পরিশোধ করব বুঝতে পারছি না। সরকারিভাবে যদি সহযোগতিতা করা হয় তাহলে অন্তত আমার স্বামীর মরদেহ দেশে আনা সম্ভব হবে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, সৌদিতে গিয়ে বায়জিদ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে এমন খবর তার পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছি। মরদেহ দেশে নিয়ে আসতে বিধি মোতাবেক যে সমস্ত কাগজ প্রস্তুত করতে হবে তা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বায়জিদের পরিবারের কেউ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আমাদের কাছে নিয়ে আসেনি। কাগজপত্র প্রস্তুত করতে হয়তো একটু সময় লাগতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার সঙ্গে সঙ্গেই নিয়ম অনুযায়ী বায়জিদের মরদেহ নিয়ে আসতে বাকি যেসব সহযোগিতার প্রয়োজন হবে তা আমরা সম্পন্ন করব।
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন কৃষক দলের সভাপতি, তদন্তে কমিটি
ব্ল্যাকহেডসের ৫ ঘরোয়া সমাধান জেনে নিন
ছুটির দিনের দুপুরে বায়ুদূষণের শীর্ষে ঢাকা
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন আতপ চাল
স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের পর বিধ্বস্ত

সর্বাধিক পঠিত

পুতিনের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সদিচ্ছাকে স্বাগত জানালো রাশিয়া
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ বাদ দিয়ে নতুন গ্রাফিতি যুক্ত হচ্ছে
স্বাধীনতার ৫৩ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি: চরমোনাই পীর
বিমানবন্দরের ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস সেই সাঈদের পরিবারকে
সময় আসলে দেখা যাবে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা: সিইসি

প্রবাস- এর আরো খবর

PRIVACY POLICY
TERMS OF USE
CAB ALL RIGHTS RESERVED
সম্পাদক: মো: লোকমান হোসেন রাজু
Editor: MD Lokman Hossain Raju
Telephone: +1 267 222 8618
Email: [email protected]
[email protected]
Address: 2540 Oxford Court(Ground Floor)
Hatfield, PA 19440
USA
ফলো করুন চ্যানেল আমেরিকা বাংলা - খবর
© ২০২৪ - ২০২৫ চ্যানেল আমেরিকা বাংলা কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
🔝